STORYMIRROR

Atanu Ganguly

Romance Classics

4  

Atanu Ganguly

Romance Classics

বিবাহ

বিবাহ

1 min
460

ভিন্ন দুটি মানুষ, 

এক নারী, এক পুরুষ।

অভিন্ন এক হৃদয়ে, 

শুভ লগ্নে, শুভ পরিণয়ে।


দুজনের শুভ দৃষ্টি, 

মালা বদলে সম্পর্ক সৃষ্টি।

সাত পাকের বন্ধন, 

টক, ঝাল, মিষ্টি মেশা রন্ধন।


কপালে ওঠে সিঁদুর, 

হাত ধরে পথ চলা বহুদূর। 

বসবে সারারাত আসর, 

মধুর হোক স্মরণীয় বাসর।


প্রথম পা আপন ঘরে, 

ধন্য-ধান্য যেনো উপচে পড়ে। 

স্বামীর দেওয়া কাপড় ভাত, 

সারা জীবন যেনো থেকো সাথ।


দুটি প্রাণ দুটি মন, 

সাত জন্মের মধুর মিলন। 

কাটুক সুখে দাম্পত্য, 

এ ভাবে বিবাহ সম্পূর্ণ।


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Romance