সাফল্য
সাফল্য


ছোট্ট থেকেই শুনছি শুধু,
বড় হতে হবে।
পড়াশুনায় মন বসলেই,
সফল হব তবে।
স্কুল পেরিয়ে কলেজ হল,
স্বপ্ন অনেক বড়ো।
সফল হবার আগে নিজের,
মাটি শক্ত করো।
উচ্চশিক্ষা শিক্ষিত আজ,
চাকরি নেই হাতে।
সফল হতে গেলে এখন,
টাকা ফেলো পাতে।
বসে শুধু কাটছে সময়ে,
বয়েস বেড়ে চলে।
ডিগ্রি আছে, মেডেল আছে,
সফল কখন হলে।