শ্রমিক তুমি বেঁচে আছো কি আজও?
স্মরজিৎ দত্ত
শ্রমিক তুমি বেঁচে আছো কি আজও ?
নাকি তুমি বেঁচে আছো কেবল তারিখের নিরিখে।
শ্রমিক তোমার নামের বর্তমান পরিচিতি শ্রমিক বলে কি আছো ?
নাকি সেটাও অ্যান্টিক শব্দ হিসেবে
ইতিহাসের পাতায় উঠে গেছো।
শ্রমিক তুমি আজও আছো বেঁচে?
নাকি কেবলই বেঁচে আছো তারিখের নিরিখে।
শ্রমিক তোমার যে পরিশ্রম
তার মূল্যই বা দিয়েছে কখনো কেউ?
যুগের প্রারম্ভ থেকে শতাব্দীর শেষ লগ্ন,
শ্রমিক শব্দের মূল্য কেউ দিয়েছে ?
শ্রমিক শব্দের মূল্য কেউ দেয় ?
শ্রমিক শব্দের মূল্য কেউ দেবে?
তুমি কি আজও আছো বেঁচে ?
নাকি কেবলই বেঁচে আছো তারিখের নিরিখে।
তোমার প্রতিবাদের ভাষা আজ হারিয়ে গেছে,
তোমার প্রতিবাদের ভাষা আজ মিলিয়ে গেছে;
মিলিয়ে গেছে কিছু তাবেদারি চরিত্রের মাঝে।
শ্রমিক তুমি কি আছো বেঁচে ?
নাকি কেবলই বেঁচে আছো তারিখের নিরিখে।
শ্রমিক, তোমাকে চূর্ণ-বিচূর্ণ করেছে যারা,
তারা তোমার চাইতেও বড় কাপুরুষ।
শ্রমিক, সেই কাপুরুষের কাছে
কাপুরুষের কাছেই আজ তুমি জব্দ ।
শ্রমিক তুমি কাপুরুষের কাছে জব্দ;
কারণ শব্দ-জব্দের মতই সেও সামাজিক জব্দ-তা।