STORYMIRROR

Smarajit Datta

Abstract Inspirational Others

3  

Smarajit Datta

Abstract Inspirational Others

পরিচয় স্মরজিৎ দত্ত

পরিচয় স্মরজিৎ দত্ত

1 min
6


কবি আছে প্রেম নেই

এমন হয় না কভু।

কবির সাথে প্রেমের বন্ধন

জন্ম থেকেই শুরু।


প্রেমের কোন বয়স নেই

প্রেমের নেইকো জাত।

প্রেম আত্মার কেবল একক

তাই নিয়েই কবির বিরাজ।


গগন মাঝে রঙের খেলায়

তাতেও আছি আমি।

ফুলের মাঝে সুগন্ধ আর রঙে

আমায় খুঁজবে তুমি।


আমি কবি, আছে সুর;

আছে ভালোবাসার সুগন্ধ।

তাতেই কবির বাঁচার রসদ

তাতেই কবির জীবন বৃত্তান্ত।


এমন ভাবেই কবি হয়ে

আমি বেঁচে থাকতে চাই।

জল স্থল কিংবা অন্তরীক্ষ

সকল খানেই কবিতা, তাই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract