STORYMIRROR

Smarajit Datta

Abstract Fantasy Others

3  

Smarajit Datta

Abstract Fantasy Others

স্মৃতিতে সমরেশস্মরজিৎ দত্ত

স্মৃতিতে সমরেশস্মরজিৎ দত্ত

1 min
131


দৌড়ের শেষ আছে

শেষ সীমানায় পৌঁছে,

ভিকটি স্ট্যান্ডে দাঁড়িয়ে হাত 

হাত নাড়তে হয় শেষে।

এটাই খেলার মাঠের নিয়ম

এটাই চলে খেলার মাঠে।


দৌড় তারও শেষ আছে,

সেই দৌড়েই, "দৌড়" এর স্রষ্টা।

আজ থেমে গেল,

থেমে গেল "কালবেলা" এর কালজয়ী

এ কালের কালো জয়ী স্রষ্টা।

আমার আমাদের সকলের প্রিয়

সমরেশ মজুমদার কালবেলার স্রষ্টা।


প্রিয়, এ পৃথিবীতে কেউ স্থায়ী নয়

যেতে হবে সকলকে নির্দিষ্ট দিনে।

যে সময়ে সেই নির্দিষ্ট বাতির আলো

দপ্ করে যাবে নিভে।

সেদিন দেবে না সময়, দেবে না সুযোগ,

অন্ধকারে বিলীন হয়ে যাবে সে।


তুমি সুখে থেকো,

তুমি সুখে থেকো প্রিয়, প্রিয় সমরেশ।

তোমার "কালবেলা" কালজয়ী ছিল,

কালজয়ী থাকবে চিরকাল।

তোমার "দৌড়" উপন্যাস মানুষের মনে

চিরকাল দৌড়কে দেবে আরো এগিয়ে;

নাইবা হল তোমার দৌড়ের, আরো চলমান।

একদিন সে দৌড় তো শেষ হবেই,

কেউবা আগে, কেউবা পরে।

তুমি সুখে থেকো, ভালো থেকো,

তুমি ভালো থেকো, ওই না ফেরার দেশে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract