প্রত্যাশা
প্রত্যাশা
প্রত্যাশা নিয়েই মানুষ বাঁচে,
প্রত্যাশাতেই মানুষ শান্তি পায়।
প্রত্যাশা মানুষের অনেক;
অনেক বড় হবার প্রত্যাশা,
সুখে থাকার প্রত্যাশা,
বেঁচে থাকার প্রত্যাশা,
আনন্দে বেঁচে থাকার প্রত্যাশা দেয়।
এই প্রত্যাশা সকলের সমান নয়
ভিন্ন জনের ভিন্ন রকম।
পুরাতন কে আঁকড়ে ধরে থাকলে
প্রত্যাশা পূরণের বদলে হয় ব্যর্থ।
অনেক বড় হলেও প্রত্যাশা
প্রত্যাশা দেয় শান্তি।
পাওয়া না পাওয়ার দো চালে
স্বপ্ন দেখে মানুষ বাঁচে।
তাই তার কাছে প্রত্যাশা
অনেক অনেক বেশি মূল্যবান হবে।
পৃথিবী আজ বড় অশান্ত
পেরিয়ে আশা বছরে
আমরা সাক্ষী রয়েছি যুদ্ধের,
আমরা সাক্ষী রয়েছি কঠিন ব্যাধির,
আমরা সাক্ষী রয়েছি সারা
সারা পৃথিবীময় এক অশান্ত পরিবেশের।
তবুও আমরা কি প্রত্যাশা ছাড়তে পারি!
প্রত্যাশা নিয়েই আমরা বেঁচে থাকতে ভালবাসি।
প্রত্যাশা আছে বলেই আজো পৃথিবী স্বর্গ;
প্রত্যাশাতেই তাই আগামী তেইশ এর প্রার্থনা
এ পৃথিবী আবার শান্ত হবে;
এ পৃথিবীতেই আবার সুন্দরের আবির্ভাব হবে
এ পৃথিবীতেই ভালোবাসার জয় হবে।
