STORYMIRROR

Smarajit Datta

Abstract Romance Others

3  

Smarajit Datta

Abstract Romance Others

প্রেমের ভাষাস্মরজিৎ দত্ত

প্রেমের ভাষাস্মরজিৎ দত্ত

1 min
143


‌হৈমন্তী, তুমি ভালো আছো?

প্রশ্ন জাগে, তোমায় কাছে পেয়ে।

তোমার কোমল পরশে-তে

হিমেল প্রেমের ছোঁয়া,

জানান দেয় তোমার উপস্থিতিকে।


আগত বসন্তের প্রাক প্রেম-

সেই তুমি, আমার হৈমন্তী।

তোমার আগমনের জানান দেয়

বাংলার গ্রামে গ্রামে;

নবান্নের উৎসবে মাতে গ্রামবাসী।


কাশের দোলা ঘুঁচে যায় নি, 

যায়নি এখনও মাঠের থেকে।

তারই আঁচ নিয়ে নবান্নের দোলা

তোমারি অনুভূতি মেলে হৃদয়ে থেকে।


উমা মা গেছে সবে ফিরে,

বিষাদ মাঝেই তোমার অনুভূতি পেয়ে;

নিজের মনে বলে উঠি বারে বারে

মা তো রয়েই গেছে, মোর হৃদয়েতে।


দুদিন পরে মাতবো আবার মোরা

মোরা নবান্ন উৎসবেতে।

জগন মাতা কালিমা, আসবে আবার

আসবে এই হেমন্ত রাতে।


হিমেল পরশ কোমল ছোঁয়ায়

প্রকৃতি জানায়, বারে বারে।

উৎসব সে তো থাকবে চিরকাল

বাঙালির বারো মাসের তের পাবোনেতে।


হৈমন্তী তোমার হিমেল পরশ

হারিয়ে যেন না যায়।

তোমার ছোঁয়ায় আমারই হৃদয়

প্রেমের ভাষা পায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract