STORYMIRROR

Smarajit Datta

Abstract Inspirational Others

3  

Smarajit Datta

Abstract Inspirational Others

আমি সুভাষ বলছি

আমি সুভাষ বলছি

1 min
184


আমি সুভাষ বলছি।

এই আহ্বান হয়তো আজ

আজ আর শুনতে পায় না ভারতবাসী।

তবু ভারতবাসী চায় শুনতে,

ভারতবাসী চায় তোমার মতোই,

তোমার মতোই এক নেতৃত্বকে।


আমি সুভাষ বলছি।

যার কণ্ঠের আওয়াযে দুরাচার ইংরেজ

দুরাচার ইংরেজ ভয়ে হত সন্ত্রস্ত।

আজকের ভারতবাসী তাই

তাই চায় তোমার মতন নেতার 

নেতার কন্ঠের আওয়াজ।


সুভাষ তুমি কোথায় আছো,

জানেনা কেউ আজও।

তবু সুভাষ তুমি একশো কোটির 

একশো কোটির ভারতবাসীর বুকে

তুমি যেমন ছিলে আগে,

আছো তেমনি আজও।


তুমি তো স্বাধীন ভারতের 

স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলে।

স্বাধীনতা আমরা পেয়েছি,

কিন্তু সেই স্বাধীনতার প্রকৃত অর্থ

প্রকৃত অর্থ কি আমরা আজও, 

আজও আমরা উপলব্ধি করেছি?


সুভাষ তুমি শুধু সুভাষ নও

তুমি যে সকলের নেতা,

তাইতো তুমি সকলের নেতাজি।

কেবল একবিংশ ভারতের নয়,

আজ একবিংশ পৃথিবীর নিরিখে

তোমাকে একান্ত প্রয়োজন।

তুমিই পারবে ঐক্য বজায় রেখে

এক সত্য শিব সুন্দর পৃথিবীর

পৃথিবীর বাস্তব রূপায়ণ দিতে।


সুভাষ তুমি যেখানেই থাকো

একবার আওয়াজ কি তুলতে পারো না?

দেখো, সুভাষ আজও তোমার ডাকে

সারা পৃথিবীর জুড়ে,

পৃথিবী জুড়ে উঠবে সারা।

ভালো থেকো সুভাষ,

সুদীর্ঘ অপেক্ষায় আমরা ছিলাম,

সুদীর্ঘ অপেক্ষায় আমরা আছি,

সুদীর্ঘ অপেক্ষায় আমরা থাকবো।

থাকবো এই আশায়,

কোনদিন শুনবো নিজের কানে

"আমি সুভাষ বলছি"।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract