STORYMIRROR

Smarajit Datta

Inspirational Others

3  

Smarajit Datta

Inspirational Others

৺সুভাষ, আজি বসন্ত

৺সুভাষ, আজি বসন্ত

1 min
9


       "ফুল ফুটুক বা না ফুটুক

           আজ বসন্ত।"

    এমন বসন্তেই তুমি এসেছিলে

        বসন্তের সুবাস বিলিয়ে দেবার জন্য।

   তোমার কাব্যে তোমার বাস্তবের মহিমায়

     বসন্তকে ফিরে পেয়েছি আমরা বারবার।

         এমনই বসন্তেই তুমি এসেছিলে

        বসন্তের সুবাস মিলিয়ে দেবার জন্য।


    কখনো প্রতিবাদ কখনো বাস্তব রূঢ় চিত্র

       তোমার কবিতায় ফুটে উঠেছে বারবার।

          কাব্য বইতে ওই কালো অক্ষরের 

    অক্ষরের মহিমার মাঝেও উঁকি দিয়েছে

        উঁকি দিয়েছে রক্তের ছোঁয়া আরবার।


    তোমার কাব্যের মাঝে ফুটে ওঠা ওই রক্ত

           কখনো প্রতি হিংসার প্রতিফলন।

    আবার কখনো তোমার ওই কাব্যে ফুটেছে

       রক্তরাঙা প্রতিবাদী চক্ষুর আস্ফালন।


   তোমার কবিতা কেউ পড়ুক বা না পড়ুক

     যদি শুধুই লেখা থাকে ওই বইয়ের পাতায়।

   তবুও প্রতিবাদের গন্ধ উঠবে ভেসে

             মৌন মুখর ওই বইয়ের ভাষায়।


   ভুলিতে পারি কি কবি সেই কথা

         যতই থাকবে বেইমান এই পৃথিবীতে।

      হয় না কখনো বেইমান যারা

    তারাই তো থাকে ওই সাদা কালো লেখাতে।


          ফুল ফুটুক বা না ফুটুক

              আজ বসন্ত এসেছে।

     যে বসন্ত তুমি দেখতে ওই আধ খাওয়া,

      ঐ ল্যাংটো, ওই বুভুক্ষ অসহায়;

       ‌  অসহায় মানুষগুলোর মাঝে।

          তাতেই তুমি আছো বেঁচে

       ওদের চাহুনিতে, ওদের আকুতিতে।


       এ পৃথিবীতে তেমন বসন্ত আসুক,

        ‌ তেমন বসন্ত না আসুক পৃথিবীতে।

       কবি সুভাষ, তুমি সুবাস হয়েই রবে

         তোমার প্রিয় মানুষগুলোর কাছে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational