বিশ্বাসঘাতক
বিশ্বাসঘাতক


বৃষ্টি তুমি কার বলোতো
আমার না তাঁর?
নাকি অন্য জনের?
আকাশ যখন অভিমানে দেখায় ভীষন রাগ
তখন নিশ্চয়ই তুমি আমার?
আর যখন তুমি সরল ধারায় মিশে যাও মাটির সাথে
তখন বুঝি তাঁর ?
মাটি যখন খুঁজে নেয় অন্য সূর্য দুপুর ...
তখন বুঝি তুমি অন্য জনের?
বৃষ্টির ফোটায় আছে কারবেলা
মিষ্টি প্রেমের হরবোলা ,
সৃষ্টির কাকজ্যোৎস্নায় স্নিগ্ধ বীজ তোলা
বৃষ্টি তুমি আমার!
বৃষ্টির ব্যাথায় আছে এক সুন্দর প্রেম
শান্ত ভৈরবী বাউল মেঠো ঘ্রাণ
হলুদ চাদরে ঢাকা শষ্য সজীবতা
বৃষ্টি তুমি তাঁর !
বৃষ্টির ব্যকুলতায় আছে শুধু ঋণ
বৃষ্টি তে ভেসেছে বছর ঊনিশ কুড়ি, বাসি খবরের কাগজ ,
বৃষ্টি ছুঁয়েছে কত মনের ফসিল
কিছু পরেই ছাড়পত্র দু চোখের
বৃষ্টি তুমি এখন , অন্য জনের !