Anirban Das

Tragedy

0.6  

Anirban Das

Tragedy

জন্ম মৃত্যু

জন্ম মৃত্যু

1 min
822


চোখ খোলা , দু একটা মাছির উড়ে এসে বসার অনুভূতি 

সামনের আয়নায় তুমি , একমাত্র সুন্দর ও পবিত্র 

রক্তের দাগ লেগেছে খোলা রাস্তায় , সস্তার ভালোবাসার -

এই মাত্র মৃত্যু হয়েছে ! 


এতটাই শূন্য করেছি নিজেকে , যে - 

পূর্ণতা হয়তো ভালোবাসা বয়ে আনবে 

না যদি হয় পূর্ণ , তবে বেশ কিছু ধুলো ভরে নিও... 


আচ্ছা রাগ অভিমান এসব কী তাপ বোঝে না 

ঠান্ডায় জমে গিয়ে আবার গলে যায় না ? 

আমারও তো খিদে পায় , কষ্টে কান্না পায় ... 


চারিদিকে মাছি ভোঁভোঁ করছে 

একটা পচা গন্ধ নাকে আসছে, কিন্তু উপলব্ধি নেই 

আসলে এই মাত্র , ভালোবাসার মৃত্যু হয়েছে... 


Rate this content
Log in