STORYMIRROR

Manab Mondal

Abstract Tragedy Inspirational

5  

Manab Mondal

Abstract Tragedy Inspirational

গাছ বাঁচান

গাছ বাঁচান

1 min
528

গাছে কেটে ফাঁকা করছো অরন্য,

ভাবছো এতে শুধু কষ্ট পাবে যারা শুধু বন্য।

ধুসর ছায়ার খোঁজে তুমিও ব্যাকুল হবে কোন একদিন।

পৃথিবীটা হয়তো সেদিন থাকবেন এতোটা রঙীন।

বিশ্ব উষ্ণায়নের ফলে , হিমাবাহ গোলে

প্রিয় সুন্দর বন হয়তো যাবে ডুবে জলে তলে।

নীল আকাশে বইবে কালো ধোঁয়ার বিষ নিঃশ্বাস।

গাছ গুলো থাকলে হয়তো পৃথিবীটা বাঁচাতো

আর কিছু দিন এটা আছে বিশ্বাস।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract