STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Classics

4  

Sipra Debnath

Abstract Tragedy Classics

অসমাপ্ত উপন্যাস

অসমাপ্ত উপন্যাস

2 mins
398

🌹অসমাপ্ত উপন্যাস🌹

মৃত্যুর কাছে জীবনকে হারাই

বৃষ্টি ধারায় মনকে ভিজাই,,,

দুটো মন বাসা বাঁধার আশা রেখেছিল 

একদিন একটি পরকীয়া ঝড় একটি মনকে

অনেক দূরে সরিয়ে নিল।

 মাঠের সবুজ গালিচায় আধশোয়া হয়ে দূরের পানে তাকিয়ে স্বপ্ন আঁকি ,,,

 কুয়াশার হাত ধরে প্রেমিক অন্য চৌকাঠ পেরোয়!!

 বানভাসির মত অথৈ সাগরে ভাসছিলাম 

 বুঝতে পারিনি অংকের গরমিল

 রংচটা জীবনের রঙ্গমঞ্চে বিবর্ণতা আসে,

 আসে গভীর আঁধার,,, 

 নিশাচর প্রেতেদের সংখ্যা গুনেছি নক্ষত্রের আলোয়

 উপন্যাস সমাপ্ত হয় না,, কলমে দ্বিধার নড়াচড়া-

 বাসা বাঁধার অনেক আগেই ভেঙে গিয়েছিল

 তারই ভগ্নদশা দেখি আধশোয়া অবস্থায় 

 দেখি শব্দহীন নড়াচড়া প্রেতেদের,,,

 পরিযায়ী নষ্ট পাখিটি অন্য কোথাও অনুরাগের ঘর  বেঁধেছে-

 আমার ভেতরের আমিটা বড্ড বেয়াদব 

 বাসা বাঁধার অঙ্গীকার মিছে হয়েছে বলে

 মন ভার হয় তার বারবার,,,

 কাল্পনিক ভয় নিয়ে উপন্যাসের শেষ পাতা লেখা যায় না

 অতএব অসমাপ্ত উপন্যাস কথা।।।


 ©Sipra Debnath Tultul.

 

 

  

 

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract