STORYMIRROR

Paula Bhowmik

Children Stories Action Inspirational

4  

Paula Bhowmik

Children Stories Action Inspirational

মটরশুঁটির ফুল

মটরশুঁটির ফুল

1 min
216

এ্যাই ভাই! আমার সাথে বেড়াতে যাবি ?

কিছুক্ষণের জন্যে আমাদের ঐ ছোট্টবেলাটায়____

বান্ধবীদের সাথে যখন চুরি করে নদী দেখতে যাবো, 

তোকেও নাহয় আমাদের সাথে নিয়েই যাবো। 

রাস্তা ঘাটে যেন না হয় কোনো বিপদ আপদ ! 

তুই চারদিকেতে লক্ষ্য রেখে বেশ পাহারা দিবি। 


কয়েক বছর রাখি, আমি পড়িয়েছি তোর হাতে, 

আশীষ সহ আমার এই হাত, ছুঁইয়েছি তোর মাথে।

যদিও মার্বেল আর ডাং-গুলিটা খেলিনি তোর সাথে! 

আমি তো সেই একই আছি, কি আসে যায় তাতে ? 


সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা খাবার সময় গুড়ের, 

বড় টুকরো টা তোকেই নাহয় দেবো।

এমনকি নারকোলের নাড়ু, তকতি, 

অথবা ক্ষীরের ছাঁচের সন্দেশ, 

আমার ভাগের থেকেও তোকে একটু ভেঙে দেবো। 

মটরশুঁটির ফুলের লতা ছিঁড়েই রাখি বেঁধে নেবো। 


হেলানো সেই আমগাছটায় দড়ি আর পিঁড়ি দিয়ে, 

কষ্টে সৃষ্টে একটা দোলনা বানাবোই বানাবো। 

প্রথমে তুই বসবি আর আমি তোকে ঠেলা দেবো। 

জানিস তো ভালো করেই আমি বসতে যে ভয় পাবো, 

বারবার তুই বলার পরে একটু নিমরাজি নাহয় হবো।

"অই ভাই! তোর পায়ে পড়ি, আস্তে দিস রে ঠেলা !" 

এসব কথা বলে বলে চিৎকার করে উঠবো মেলা ! 


তুই কি বুঝবি? এমনিতেই দিদা আমায় বলে কালো, 

পড়ে গিয়ে দাঁত গুলো ভাঙলে তো হয়েই গেল ! 

খুশিতে তা ধিন ধিন নাচবে বোধহয় বুড়ি, 

বলবে যে আমাকেই তখন বুড়ি - থুড়থুড়ি! 


Rate this content
Log in