শৈশব মরছে
শৈশব মরছে


খুকি মেলায় যাবি না?
লাল নীল ফিতে কিনে দেব
রঙিন বৈশাখের আগমনী চলছে
আকাশে পাখিরা খুশিতে উড়ছে
কিন্ত ভাল কাকু পাশে তো জঙ্গল
লালসার ঘাসগুলো ক্রমেই বাড়ছে
পাশে আছে কামনার পতাকা
তুমি বল কাকু মিছে কি ভয় পাই?
বলব কি আর রইলাম নিশ্চুপ
শৈশব ত্রস্ত , লালসার শঙ্কায়
পাখিরা মনে হল আর ওড়ে না
যদি ডানা কেটে দেয়, কামাতুর লালসায়
সত্যি বল কাকু মাংস দেখেনি
যারা ছিঁড়েছিল আসিফার ফুলদেহ
তারা কি নিরামিষ? মাংস খায়নি
বাতাসে হাহাকার শৈশবের সংকট
বিশ্বাসের জল দাও শৈশব মরছে।