আলিঙ্গন
আলিঙ্গন
আমি না শুধু শরীর বুঝি!
লিবিডোতে ছেয়ে যায় মন সময়-অসময়।
সকালে হোক বা একলা দুপুরে,
কিংবা সঙ্গী সাথী বদ্ধ সন্ধ্যায়,
শরীরী খিদেতে মরে যাই যখন তখন।
আরে হ্যাঁ আমিই " পোটেন্শিয়াল রেপিস্ট "।
মেট্রোর ভিড়ে প্রচন্ড ইচ্ছে করে ছোঁয়াই কনুই।
অচ্ছুত করি তোমার স্তনযুগল।
ডার্ক মিমে সুড়সুড়ি লাগে।
ফাটে আমার মাথা।
ব্যবহার আমার মানুষের মতন,
তবু লোকে বোঝেনা, আমি আস্ত একটা গাধা।
আসমুদ্র হিমাচল নড়ে গেলেও চুপ রই।
মেট্রো-বাসে দেখলেই প্রেমিক যুগল,
ভীষন প্রতিবাদী সুর কই।
আমি বুদ্ধিজীবী!
তবু পুরুষাঙ্গ যে পুরুষার্থ নয় সেটা বুঝিনা ৬২-তেও।
হোক না বউয়ের মেনোপজ,
বাইরের " কচি "-দের ওপর চালাই হাত।
ডলে নিই বুক, আর আড় চোখে দেখে নিই ভাঁজ।
আরে হ্যাঁ দাদা আমিই সেই "পোটেন্শিয়াল রেপিস্ট"!
আমিই ঘুষ নিয়ে প্রতিবাদহীনতায় বাঁচি।
খোলস ওয়ালা নির্লজ্জতায় বাঁচি।
নির্দ্বিধায় বাঁচি।
ভালোবাসার আলিঙ্গনদের খুন করে বাঁচি।
পৈশাচিক শান্তিতে বাঁচি।