STORYMIRROR

Subarna Halder

Abstract Tragedy

4  

Subarna Halder

Abstract Tragedy

অভিশাপ

অভিশাপ

1 min
1.3K


আচ্ছা; তুই কি প্রতিদিনই পাল্টাচ্ছিস?

প্রতিদিনই প্রতিশ্রুতি ভাঙছিস স্মোকারদের মতো?

যে স্বপ্নটা খুব একখান বাহারি রাঙতা দিয়ে মোড়া,

তাকে নিজের করতে ভালোবাসাগুলোকে কিস্তিতে বিলিয়ে দিচ্ছিস!

রাত তিনটের নিরালায় "যেওনা প্রিয়" বলে,

কয়েকটা সকালের পর অবহেলায় মুখ ফেরাচ্ছিস !

আজও কি কোঁকড়ানো চুলের মাঝে হাসিস?

আর খুব কঠিন সত্যি যাতে শুনতে না হয়, 

তাই অনেক মানুষকে অগুনতির মাঝে ছুঁড়ে দিস !


মনে আছে বলেছিলাম তোকে, ভয় না পেতে?

সেদিন কি তুই অনুতাপ গুলোকেও কবর দিয়ছিস?

আমার ভাঙা গলার গানগুলোকে কি,

আজ ক‍্যামেরারা ছাপিয়ে যায়?

আজও কি স্বপ্নে আসিস নন্দন ছাড়িয়ে দিল্লী?

জানিস, মালদ্বীপের সাদা বালিরা নোনা জল গিলে,

মুখ ব‍্যাজার করে থাকে।

শুধু শেতাঙ্গ দম্পতিরা সময় কাটায় ওখানে,

কাঁকড়ার মতো রোদ পোহায়।

তুই যে সময় কে ছাড়িয়ে পাল্টে যাবি।


আর হাওয়া হয়ে যাবি ভোজবাজির মতো, 

এটা অবিশ্বাস্যকর, অস্বস্তিকর অভিশাপ মনে হয়,

এখনও।

সব কিছু পাল্টাতে পাল্টাতে যেমন,

ন‍্যাংটো কালো রাত আসে সব শেষে।

সেরকম তুইও কেমন একটা দেয়াল ঘেঁষা,

কুশ্রী, ন‍্যাংটো শরীর হয়ে গেলি, অজান্তেই।

অভিশাপটা কার শুধু সেটা স্পষ্ট হলনা এখনও।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract