বৃষ্টি ছাড়া আরাবল্লী
বৃষ্টি ছাড়া আরাবল্লী


তুমি এসেছিলে,
আমার ল্যাটেরাইট মনে ছুটেছিল,
গাঙ্গেয় উপত্যকার উচ্ছাস।
ধীর শীতল পায়ে তুমি চলে যেতেই,
সারাটা আমি জুড়ে ক্যাকটাসীয় ব্যথা,
আর সিন্ধু নদের বালিয়াড়ির আভাস।
তুমি বর্ষার প্রথম বৃষ্টির মত কপাল ছুঁতেই,
কেটে ছিল আমার একলাটে বেয়াড়া জ্বর।
মন জুড়ে গজিয়েছিল অনেক সবুজ হংকংয়ের ঘাস।
একদিন কারা যেন করেছিল বন্দী আমায়,
ফেলেছিল আরবল্লীর মাঝে।
বলেওছিল কেউ যেন,
"দেখব এবার বৃষ্টিসুখ নেওয়া কেমন ভাবে সাজে!"
হয়ত এসেছিলে বহুবার, জানতে পারিনি মোটেই।
আরাবল্লীর বৃষ্টিচ্ছায়ে দেখতে পারিনি মোটেই।
পরিস্থিতির পর্বত ডিঙানোয় অসফল হয়ে বসে,
আশা করি; স্বপ্ন দেখি আরাবল্লী যেন ধ্বসে!