লক্ষীমন্ত
লক্ষীমন্ত


যদি এমন হত_
ভূমিষ্ঠ হল ফুটফুটে এক শিশু
ছেলে কি মেয়ে লিঙ্গ বিচার না করেই
সবাই কোলে নিয়ে আদর, ভালোবাসায় মুড়ে দেবার পর,
শিশু এল মায়ের কোলে ;
ওমা দেখো, ভ্রুক্ষেপ করো নি তোমারা, আমার মেয়ে হয়েছ গো মে.....এ......য়ে....
চারপাশ থেকে বেজে উঠল শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি,
ঘরে লক্ষী এসেছে গো লক্ষী,
কী উচ্চাঙ্গ গলা দেখো! ওকে গানে দেবো
চোখ দুটো টানাটানা, মেক আপ আর্টিস্ট হতে পারে!
পাশ থেকে বাবা বলল, আমি স্পষ্ট শুনেছি ও অক্সিজেন বলল,
ও আমার মত ফিজিক্সের প্রফেসর হবে,
সেই শুনে এক ঘর লোক হেসে উঠল,
সাথে দেখা গেল শিশুটিও খিলখিলিয়ে হাসছে
নতুন সদস্য গৃহ প্রবেশ হল আলতা পায়ে ডুবিয়ে লক্ষীমন্তের মত।
এই সমাজ কবে হবে এমন যেখানে কন্যা ভ্রুন বিনষ্ট না করে
তাকে সাদরে লক্ষীমন্তের মতো ঘরে প্রবেশ করানো হবে,
সেই সময়ের দিকে তাকিয়ে আমরা।।