দিনমজুরীর_শেষে
দিনমজুরীর_শেষে


দেশে সেবার খুব বন্যা হল, ঘর ভেসে গেল
খিদের যন্ত্রণার সে কি ছটফটানি,
শহরে গেলে খাবার পাবো, এই আশাতে পালিয়ে এলাম।
দিনমজুরের কাজ জোটালাম, ঝক্কিও কম পোহাতে হয়নি এজন্য ;
বউ টা তখন রুগ্ন বটে, শুধু বসে বসে কাজ দেখে, পোয়াতি ছিল, কিন্তু তা পেটে
থাকতেই নষ্ট হয়ে গেল, তারপর থেকেই বউটা যেন কেমন বোবা হয়ে গেছে।
মালিক বলল ওকে বসিয়ে বসিয়ে টাকা দেবে না,
আমি মালিকের পায়ে পড়লাম, বললাম "আমি তো হাড়মাশ খাটছি বাবু"!!
বাবু ঠিলে ফেলে দিল, ওরা কি আমাদের মত গরীবের কদর বুঝবে।
নোনা লাগা ঠোঁটের কোণ দিয়ে থুতনি গড়িয়ে রক্তে ঝড়ছে,
বউটা দূর থেকে ফ্যালফ্যাল করে শুধু দেখছে,
আমি বললাম,"আয় না কাছে",হুঁশ ফিরল কাছে এলো, রক্ত মুছে নোনা ঠোঁট চুম্বনে ভরিয়ে দিল।
রাত কাটল ভালোবাসার ঘোড়ে
সকাল হতেই দিনমজুরীর কাজ শুরু করলাম একসাথে
পেট চালানোর দায়ে।