উলঙ্গ রাজা
উলঙ্গ রাজা


উলঙ্গ রাজা, পথে হাঁটছে
তুমি প্রকাশ্য রাজপথে তাকে দেখে খুব হাসছো
আবার বলছো '' রাজা তোর কাপড় কই?"
ঠিক তেমনি ভাবে ধরিত্রীর বুকে
হচ্ছে যে নারী ধর্ষিত—
যার পরনে সন্মান কেও কেড়ে নেওয়া হয়েছে
তার কাছে গিয়ে তো সন্মান বাঁচানোর জন্য
কাপড় টা তুলে দিয়ে বলছো না "সন্মান টা রক্ষা কর"