প্রথম দেখা
প্রথম দেখা


প্রথম দেখা ওই কলেজে বড় বিল্ডিং বারান্দায়,
দাঁড়িয়ে ছিলাম লম্বা চুল খুলে, শ্যাম্পু করেছিলাম সম্ভবত
পাশ দিয়ে যাবার সময় ও নাকি সুগন্ধি শ্যাম্পুর ঘ্রাণ পেয়ে মুগ্ধ হয়েছিল।
আমাকে জিজ্ঞেস করেছিল, '' শ্যাম্পুর ব্যান্ড টা জানতে পারি''
আমি লজ্জা পেয়েছিলাম,
তারপর বলি, "বড় মামা বিলেত থেকে এনে দিয়েছে অতশত জানি না"
তারপর কয়েক মাস আর দেখা হয়নি
এভাবে কেটে যায় একটা বসন্ত
আবার দেখা হল, সরস্বতী পুজোতে
তখন আমাদের গ্রুপ ফটো তোলার চল ছিল
ও আমার এক বন্ধু র বন্ধু ছিল
সবাই ছবি হাতে পেলাম, ছবিতে সবাই কে বেশ ভালোই লাগছিল , বিশেষ করে "ওকে"
একদিন বন্ধু খবর নিয়ে এল
ও দেখা করতে চেয়েছে, দেখা করলাম
পরিচয় হলে, উভয়ের প্রতি ভালো লাগা জন্মালো
কখন যে ভালো লাগাটা ভালোবাসা তে রুপান্তরিত হল বুঝতে পারিনি ।