প্রেয়সী
প্রেয়সী


খোলা চুলের চেয়ে আলগা খোঁপায়,
তোমাকে স্বপ্নের আঁকা প্রেয়সীর মত লাগে,
যতবার বাঁধন দিয়ে বেঁধে রাখতে চাই তুমি
ততবার আলগা হয়ে খুলে যায়
চৈত্রের তপ্ত বিকেলে ফুল লাগালে
খোঁপায় রূপ ফেরে
শুনেছি মা পিসিমারা বলতেন
তেলে জলে যত্ন নিলে খোঁপা হবে শক্ত
তখন আর বারবার খোঁপা খোলার অজুহাতে
ভালোবাসা কে দূরে সরিয়ে রাখতে তুমি হবে না সমর্থ্য।।