আমি মধ্যবিত্ত
আমি মধ্যবিত্ত


আমি মধ্যবিত্ত, হাঁসফাঁস করা গরমেও পচে মরি!!
আমি মধ্যবিত্ত, পুরোনো ঘড়ি কে দম দিয়ে সচল করি!!
আমি মধ্যবিত্ত, পান্তা ভাতে, ছাই ভালো!
তবুও খিদের যন্ত্রণায় ভুলে গিয়ে খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি!
হ্যাঁ হ্যাঁ আমিই সেই মধ্যবিত্ত, যে এই ছলনায় মাকে ফাঁকি দিয়ে বলি, আজ একটা চাকরি জোগাড় করেই বাড়ি ফিরবো
কিন্তু আমার রেজাল্ট তো জেনারেলের মতো ৭০ শতাংশে আটকে
চাকরি বাজারে হাহুতাশ! তবুও হাল ছাড়েনি
সেদিন যখন ইন্টারভিউ টেবিলে আমাকে প্রশ্ন করেছিল? সার্টিফিকেট ছাড়া আর কি আছে যা দেখে চাকরি দেবো
আমি নির্ভয়ে বলেছিলাম, কবিতা লিখি! ছন্দ গড়তে পারি,
ওরা বলেছিল এটা তো সবাই কলেজ জীবনে টুকটাক করে
কবিই হতে কজন হতে পারে,
না আমি কবি নই, মধ্যবিত্তের হাহুতাশ গুলো যখন নিঃশব্দে কথা বলে
সেগুলো আমি ছন্দের আকারে লিখে রাখি ডাইরির মাঝখানে।।