কল্পনা
কল্পনা
চোখের সামনে মায়ার পাহাড়,
যাস তবে তুই স্বপ্নেতে-
বাস্তবটা হোক প্রাচীর তোলা
মুখ ফিরিয়ে আর থাকিস নে!!
কেমনে তবে ফিরবে ঘরে,
তোমার মনের সুখরাশি
ভালোবাসার আদিমতায়,
সবকিছু কী তবে বানভাসি।
চোখের সামনে মায়ার পাহাড়,
যাস তবে তুই স্বপ্নেতে-
বাস্তবটা হোক প্রাচীর তোলা
মুখ ফিরিয়ে আর থাকিস নে!!
কেমনে তবে ফিরবে ঘরে,
তোমার মনের সুখরাশি
ভালোবাসার আদিমতায়,
সবকিছু কী তবে বানভাসি।