ছেঁড়া ভালোবাসা
ছেঁড়া ভালোবাসা
একটা শরৎ মাখা বিকেল
গাছের গায়ে ফোকরে ফোকরে -
জমে থাকা অন্তিম সুখ,
স্মৃতি মাখা জল গড়িয়ে পড়ছে,
উৎস হতে ধীরে ধীরে।
আশ্বাস গুলো এখন বড্ড গলা টিপে ধরে;
চারপাশে কত আশ্বাস, কত প্রতিশ্রুতি
সবটাই বোধহয় মিথ্যা -
আর এই মিথ্যার জবাবে জবানবন্দী
শত শত সম্পর্কের বাঁধন।
সন্ধ্যা নামে ছায়ার পতনে শেষ হয়,
নিঃশব্দে টিকে থাকা ছেঁড়া ভালোবাসা।।