মরসুমী ভালোবাসা
মরসুমী ভালোবাসা


বিষাদপ্রিয় শ্রাবন,
মেঘলা আকাশ বড়ই ক্ষণিকের
ঘুন ধরে যাওয়া হাসি।
চাওয়া পাওয়াহীন আত্ম ব্যাকুলতা মাঝে_
কখনো রোদ, কখনো বৃষ্টি
বলতে পারো, এ কেমন অনাসৃষ্টি!
ওরা গত শ্রাবণে নিঃস্বার্থ ভালোবাসা কে
ব্যভিচার বলেছিল, ওরা "ব্যভিচার" কী সেটা জানে,
আমি দুঃখ পাইনি জানো,
কারন প্রতিবার শ্রাবণ আসে আর শিখিয়ে দিয়ে যায়
মরসুমী ভালোবাসায় বিশ্বাস রাখ।