STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

জীবনের রঙ

জীবনের রঙ

1 min
273

যত মজা থাক আনন্দে

যত দুঃখ কাঁদে অঙ্গনে,

যত স্বপ্ন দিবা রাত্রে

যত সুখ থাকে বুকে ।


কত কান্না, কত বেদনা

কভু কি তার শেষ হবে না।


যাকে পাবার যত স্বপ্ন

তাকে পেলে ততো মগ্ন,

মন বৃত্তে ,তারই নৃত্যে 

যত নাচ আছে নাচনা।


তাকে পেলে বুকে চেপে

প্রাণ খুলে আজ বলো না,

ভালবাসা যা আছে সবই দেব 

তবু তার শেষ হবে না।


যদি তারই ব্যথায় বুক ফেটে যায়

চোখের জল চোখেই শুকায় ,

ভালবাসার অবেহলায়

পথহারা তবে তুমি পথিক হও।

কিন্তু প্রাণ খুলে কেঁদে শেষে 

অন্য পথে চলো না।


হাসি কান্না সবই ভাগ্যের খেলা 

এ জীবনে কখন তার শেষ হবে না ,

ক্ষণে ক্ষণে সবই আসে

আবার ক্ষণ কালে যাবে চলে।


যা আসে তাই সই 

প্রাণ খুলে তাই নেই ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract