কে আমি
কে আমি


যেদিন প্রথম ভূমিষ্ঠ হলাম ওগো এ ধরায়
একটি প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল মোর কান্নায়
কে আমি ?কে আমি ?কি বা মোর পরিচয় !
অন্তরীক্ষে পরমাত্মা হয়তো হেসেছিলেন সেদিন
বড় হলাম তবু প্রশ্নটি জ্বালাতন করে দিন দিন
মনে হলো জানিনা কোথা থেকে এসেছি আমি
একদিন হয়তো ওখানেই যে ফিরে যেতে হবে
তবে কেন মিছে মিছি এত বন্ধন ,এত অভিনয়!
হয়তো আমি পরমাত্মারই এক টুকরো অংশ
কাজ ফুরালে মিশে যেতে হবে যে তাঁর সাথে
আবার
মনে হয় যদি আমি তাঁরই অনু অংশ হই
তবে জীবনের যা কিছু ভালো বা মন্দ
তার জন্য দায়ী কি আত্মা না পরমাত্মা
আমায় দেখে আবার হয়তো হাসলেন তিনি
এই সব গোলমাল যত শত চিন্তা চেতনায়
আজও খুঁজে চলেছি আমি আমার পরিচয়
কে বলে দেবে আমায় কে আমি ?আমি কে?
আমি কি মানুষ নাকি এক ঈশ্বরীয় সত্তা !
পরমাত্মা যেমন ভগবানের স্বরূপ
তেমনি কে বলে দেবে আমার রূপ কি অরূপ
আজ জীবনের অনেকটা পথ পার হয়ে গেছি
তাই মনে হয় নাইবা হল আমার পরিচয় জানা
মানুষের মতো বেঁচে তো আছি নেই কোন মানা
অজানাকে জানার আকাঙ্খায় অজানার পেছনে ছোটা
দিন আসবে ,ফুরিয়ে যাবে এমন কথার ফুল ফোটা
তাই গুপ্ত মোর পরিচয়, সুপ্ত মোর গৌরব হারানো যা কিছু
সবই তো বিলীন হবে পরমাত্মায়, তাই ভাবি না অন্য কিছু ।।