কবির সার্থকতা
কবির সার্থকতা
কি হবে সে কবিতা লিখে যদি না পারে কাঁদাতে তোমায়,
কি দাম দেবে সে কবিকে তুমি,যে পড়ে না মনের ভাষায়।
কবিতার কথা করবে আঘাত পাঠক হৃদয় পিঞ্জরে,
ভাবের আবেগ বাড়িয়ে দেবে তোমার ব্যাকুল অন্তরে।
চোখের কোণে বিচ্ছুরিবে দু ফোঁটা অশ্রুকণা,
মুখে মৃদু হাসি, ছলছল চোখে কবিতার পাঠ শোনা।
কি হবে সে কবিতা লিখে যদি শিহরণ না জাগে প্রাণে,
শব্দরাজির বিন্যাস যদি ভরায় না আভরণে,
উপমা, ছন্দে শিল্পী কবির মনের মাধুরী ভরা,
কবিতা যদি পাঠক হৃদয়ের অলিন্দে না দেয় ধরা,
তবে, অনুভূতির ব্যর্থতা যেন বুমেরাং হয়ে ফেরে,
সৃজনী কবিতা মাধুরী হারায় অক্ষম ব্যবহারে।
কি হবে সে কবিতা লিখে যদি উচ্ছ্বাস না পায় প্রকাশ,
সঠিক শব্দ নির্বাচনে মনকে ছোঁয়ার আভাষ,
কবিতায় দেবে মনের সুপ্ত বেদনার ক্ষতে লেপ,
হাস্যরসের উল্লাসে মেতে ভুলে যাবে আক্ষেপ।
সহজ সরল ভাষায় কবির ভাবের বিচিত্রতা,
পাঠক মনের আবেগ পরশে কবির সার্থকতা।