বলতে পারো ?
বলতে পারো ?


কেন এমন হয় বলতে পারো?
যখন না পেতে পেতে পাওয়ার ইছেতাই চলে যায়
ক্লান্ত পথে জেতে জেতে পথের শেষটা হারিয়ে যায়
রোজ ভাবি বলব,বলিও রোজ
বলতে বলতে বলার ভাষা হারিয়ে যায়
কেন এমন হয় বলতে পারো?
ভালবাসা জন্ত্রনা দেয়,
মিষ্টি ব্যাথা পাওয়া মানুষ উপভোগ করে
বলতে পারো কখন জন্ত্রনা ভালবাসা হয়ে যায়?
শুনেছিলাম অন্তরের দ্বার রুদ্ধ থাকলে
বেদনা বারে,তাই মনের কথা বলে ফেল
আমিও তো তাই চেয়েছিলাম,সেই বলার সময় শুরুর আগেই ফুরিয়ে গেলে কি করব
বলতে পারো?
আমি জন্ত্রনা কে উপভোগ করতে পারি
অন্ধকার কে আলোকিত করতে পারি
আমি আকাশ প্রদীপের আলোয় জীবনকে আলোকিত করতে পারি
আমি নিঃশব্দ দুটো মানুষের ভাষায়
আলোড়িত হতে পারি
আমি পারি,আমি পারতাম বিশ্বাস কর
কিন্তু আজ আমি ব্যর্থ
কেন?
বলতে পারো?