বাতাস
বাতাস


আজ আবার ভেসে এলো একটা গীটারের সুর,
অচেনা অজানা থমথমে একটা মূহুর্ত
মন তা কিছু তা হাল্কা হল কিছু তা উদাশ
অনেক দিন পর যেন এল এক মুঠো চেনা বাতাস,
জানালার ফাঁক দিয়ে রাতের আধার তা আমার বরাবরের প্রিয়,
সেই সুর যেন বয়ে যায় এই আধারের বুক ছিরে দূরে বহু দূরে...
সেই সুরটুকু চুরি করে আলতো করে
সেই আধারের কাল হাতছানি উপেক্ষা করে,
বাতাসের শিরশিরানি গায়ে মেখে
আমার মনের গভীরে.