জানি না কেন?
জানি না কেন?


জানি না কেন আজ হচ্ছে এরম?
লাগছে কেউ আজ প্রিয় পরম
অচেনা কেউ আজ মনে,
পেয়েছি খুঁজে জীবনের মানে
জানি না কেন?
জানি না এই বাতাস আজ কি বলে যায়
রাতের এই আঁধার আজ কাকে পাশে চায়
কেন মনে হয় আজ কেউ এসেছে
মন চায় যে পেতে তাকেই পাশে...
আর -
চুপ করে নাইবা থেকে
বলেদি তাকে
ভালো লাগে তোমাকে।
জানি না কেন আজ হচ্ছে এরম
লাগছ তুমি আজ প্রিয় পরম
তুমি হয়ে গেছো আজ সবচেয়ে চেনা
তোমাকে বলে দিতে নেই যে মানা -
আজ যাই যেতে সব বাধা পেরিয়ে
তোমারই সাথে যেতে চাই হারিয়ে,
ওই দূর সীমানার থেকেও দূরে
১৩ নদী আর ৭ সমুদ্দুরে।
জীবনে তোমাকে মেখে নেব আরো -
যদি চাও একবার বলে দিতে পারো,
ভালো লাগে তোমাকে।