প্রহসন
প্রহসন


হ্যাঁ, আসতে পারো আজ তুমি।
চলে যেতে পারো দিয়ে এই শূন্যতা -
খালি হয়ে যাবে এই জীবন, যদিও আপত্তি নেই বেশি তাতে,
কাটছিল এই জীবনটা বেশ কয়েকদিন ধরেই অবসাদে।
তবে হ্যাঁ, যেতে যেতে ফিরিয়ে দিতে হবে,
ফিরিয়ে দিতে হবে সেই চাহনি যা ছিল বেঁচে থাকার একমাত্র রসদ।
যে চাহনিতে বাকিরা ছিল অস্পষ্ট।
দিয়ে যেতে হবে সেই স্পর্শ
যাতে জীবনের স্নিগ্ধতা উপলব্ধ হতো।
যা ছাড়া জীবন হয়ে যাবে জীবিত থাকার
অনশন -
ফিরিয়ে দিতে হবে আজ -
আজ এখুনি:-
জীবন আর চায়না করতে জীবিত থাকার প্রহসন।