STORYMIRROR

Himangshu Roy

Abstract

1.4  

Himangshu Roy

Abstract

বালি

বালি

1 min
17K


বালি দূর থেকেই সুন্দর দেখায়

সুর্যের তীব্র আলোয় যখন দ্যুতি ছড়ায়

সবার ইচ্ছে হয় চকচকে বুকের স্পর্শ পেতে

কিন্ত বালির বিশ্বাসের বড় অভাব

কাউকে ভালোবাসতে জানে না, জানেনা ভরসা দিতে

শুধু জানে প্রতারনা করতে পদে পদে


আর ডুবিয়ে মারে চোরাবালিতে

প্রতারনা তার জন্মগত অধিকার

তবুও বুক চিরে যখন কেউ নাম লিখে যায়

ভুলতে পারেনা যতক্ষন না, নোনা জলের স্রোত ভাসিয়ে দেয় বন্যায়

তবুও বিশ্বাসঘাতক সে, চাইলেও অথবা না চাইলেও প্রতারনা যেন অস্থিমজ্জায়

তাই বালির শহর অস্তিত্বহীন

https://kagjkalom.blogspot.com/2018/11/blog-post_11.html


Rate this content
Log in

Similar bengali poem from Abstract