বালি
বালি


বালি দূর থেকেই সুন্দর দেখায়
সুর্যের তীব্র আলোয় যখন দ্যুতি ছড়ায়
সবার ইচ্ছে হয় চকচকে বুকের স্পর্শ পেতে
কিন্ত বালির বিশ্বাসের বড় অভাব
কাউকে ভালোবাসতে জানে না, জানেনা ভরসা দিতে
শুধু জানে প্রতারনা করতে পদে পদে
আর ডুবিয়ে মারে চোরাবালিতে
প্রতারনা তার জন্মগত অধিকার
তবুও বুক চিরে যখন কেউ নাম লিখে যায়
ভুলতে পারেনা যতক্ষন না, নোনা জলের স্রোত ভাসিয়ে দেয় বন্যায়
তবুও বিশ্বাসঘাতক সে, চাইলেও অথবা না চাইলেও প্রতারনা যেন অস্থিমজ্জায়
তাই বালির শহর অস্তিত্বহীন