মেলা
মেলা
মেলায় ঘুরছ,ঘোরো
তবে ভিড়ের মাঝে কি খোঁজো ?
আয়নার দোকানে নিজেকে দেখতে পেলে
পুতুলের দোকানে খুঁজে পাও নিজের ছোটবেলা
নাগরদোলায় অনুভব করো নিজের রাস্তা,
একবার ওঠো আর একবার নামো।
বেলুন আর বন্দুকের দোকানে নিজের ইচ্ছে বেলুন গুলোকে নিজেই গুলি করে মারো।
বইয়ের দোকানে নিজের গল্প খুঁজে পাও
আর তোমার আকাঙ্ক্ষাগুলো হাওয়ানাড়ুর মত ছুঁলেই হারিয়ে যায়
মেলায় ঘুরছ
কী খোঁজো তবে?
সব পুতুল, নাগরদোলা,বেলুন আর বন্দুকের দোকান
সব তোমার নিজের ভিতর
বইয়ের দোকান আর আকাঙ্ক্ষাগুলোও তাই
নিজেই গড়ছ, ভাঙছ প্রতিসময়ে
এ মেলায় কোনো প্রবেশমূল্য নেই
তুমি নিজেই মালিক তার
পৃথিবী জনসমুদ্রের এক প্রকাণ্ড মেলা
তোমার নিজের মেলায় ঘুরে এস একবার।