STORYMIRROR

Himangshu Roy

Others

3  

Himangshu Roy

Others

নদীটা

নদীটা

1 min
1.0K

নদীটার বুক থেকে খুবলে খুবলে বালি চুরি হচ্ছে।

বাইরের চাকচিক্য ভরা বালি ছেড়ে,

এখন তারা জলের ভিতরের বালির ব্যবসা করে।

শুকনো,ফর্সা,হালকা বালির দাম নিম্নগামী,

তারা এখন ভারী বালি চায়।


হ্যাঁ সত্যিই এখন তারা বালি চায়,ভেজা বালি চায়।

বুকটার মাঝে কয়েকফুট গর্ত হচ্ছে প্রতিদিন,

বালি তোলা যন্ত্রগুলো প্রতিদিন দাগ কেটে যায়।

নদীর বুকে জাগে না কী হাহাকার?

বিকেলের রাত্রি বাতাস প্রশ্ন করে যায়।


নদীটার বুক ভাঙে একদিন।

সাথে পাড়,ঘরবাড়ি,ব্রীজ আরও অনেককিছু

নদীটার বুকে এত কথা ছিল,কে জানত?


Rate this content
Log in