Himangshu Roy

Comedy

3  

Himangshu Roy

Comedy

তোমার কাছে

তোমার কাছে

1 min
9.1K


তোমার কাছে আলু চেয়েছিলাম

আলুর তখন খুব দাম ,পচিঁশ টাকা কেজি

তুমি তাই মাথা নাড়ালে জোরে

আলু দিতে তুমি গররাজি

বললাম আচ্ছা তাহলে পটল ই দাও

পটল তোলার আগে পটল ই খাই

যাঃ বাবা পটল ও নেই

দুঃখে আমার বেরিয়ে এল হাঁচি

অতঃপর বেগুন ই দাও

সাদা ভাতে বেগুনি ভাল হবে

বলছ কি! বেগুন ও নেই!


থাক তাহলে চাইলে কি আর হবে

তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম

কষা মুরগির ঠ্যাং খাবো বলে

তুমি আমায় করলে বড় নিরাশ

নিরামিশাশী তুমি,এসব কি আর চলে

তোমার কাছে সবজী ভাত চেয়েছিলাম

তুমি তাও এনে দিতে পার নি


দিব্যি করে একটা কথা বলতো

তোমার কী খাওয়ানোর ইচ্ছা নেই? ,না এখনো রান্না করা শেখোনি?

তোমার কাছে এসেছিলাম ডিমের পোচ খাবো বলে

পেলাম না সে কথা না হয় থাক

খাওয়ালে আমায় পান্তা ভাত আর নুডলস

বলতে পারো কোথায় রাখি এ রাগ?


https://kagjkalom.blogspot.com/2018/12/blog-post_5.html


Rate this content
Log in