"হীরক রাজা ও স্মার্টফোন"
"হীরক রাজা ও স্মার্টফোন"


হীরক রাজা : বিদূষক, এই দ্যাখো, স্মার্টফোন কিনিলাম।
বিদূষক : জানি মহারাজ। তাইতো আজ ‘ডায়মন্ড ট্রেডিং’ অ্যাপ বানাইলাম।
হীরক রাজা : বাহঃ !! এই জন্যই বলি, তুমি বড় ভালো ছেলে।
বিদূষক : একখানি হীরে দিন তাহলে।
প্রযুক্তি মন্ত্রী : তা মহারাজ, শুনি একটু ফিচার্সের (Features) কথা।
হীরক রাজা : ওসব নিয়ে নাই মাথা ব্যথা।
তা তোমরাও তো বেশ ভালোই কামাও !!
একটা করে স্মার্টফোন নামাও।।
বিদূষক : মাথামোটা (নিচুস্বরে) !! ওহে কে আছো, কেউ একে থামাও।।
মুখ্যমন্ত্রী : রাজ্য চালাতে কত কাজ, হুশ নেই নাকি ?
বিদূষক : স্মার্টফোন নিলে, চ্যাটই হবে, কাজে পড়বে ফাঁকি।।
হীরক রাজা : আমি কি মরতে কিনিলাম !! হোয়াটস্অ্যাপেও কেউ নাই।
শুধু কি ওই, সভাকবির তৈরী, পেজ মনিটর করা যায় !!
কোথায় ভাবলাম চ্যাট করবো,
ঘরে বসেই সব সামলাবো,
রাজ্য রাখিব পরিপাটি।
(বিদূষক কে) আহম্মকটা অ্যাপ বানিয়ে, সব করলো মাটি।।
মুখ্যমন্ত্রী : ষাট !! ষাট !!
রাজা মশাইয়ের ইমোশনটা, পুরো চুলকে চাট।।
হীরক রাজা : এখন আমি কি করি ??
বিদূষক : আজ্ঞে মহারাজ, কিনেছেন নাকি নিজস্বী ছড়ি (Selfie Stick) ??
হীরক রাজা : নাহ !! ওসব নাই, আছে শুধু হ্যান্ডসেট ।
অর্থমন্ত্রী : হাঃহাঃ !! তাহলে আমায় দিন। খাজাঞ্চিখানায় করবো পেপার ওয়েট।।
হীরক রাজা : ফাঁজলামী ছেড়ে, উপায় বাতলাও।
মুখ্যমন্ত্রী : এনাকে যন্তর মন্তরে নিয়ে যাও।।
বিদূষক : ঠিক আছে। সভাকবি, তুমি করো তোমার কাজ।
স্বয়ং মহারাজের মগজ ধোলাই হবে আজ ।।
সভাকবি : (খাতা ধরে) আগের মতোই রাজ্য চালাবো, মনে রাখবো এই মন্ত্র।
স্মার্টফোন হলো ওই সোশ্যাল সাইটের আর সেলফি তোলার যন্ত্র ।।