আমি
আমি


শুনছো ? বলবো বলবো করে হয়ে ওঠেনি আর..
অবসরেও ভেবে দেখেছো কখনও ?
যদি কখনও ওই দারুণ ইচ্ছেগুলো শেষ বয়সে,
পূরণ হওয়ার ইচ্ছে রাখে ?
তখনও কি এই রকমই রয়ে যাবে ? নির্বিকার !
এই রকমই পাওয়া - না পাওয়ার মধ্যিখানে,
আমি আঁটকে রয়ে যাবো.. দমবন্ধ.. চাপা কান্না..
লোকে আমায় বলে কষ্ট প্রিয়। তুমি জানো, আমি চরম প্রেমিক।
জীবনের কাব্য ছন্দহীন হলেও কোনো রকমে সাজিয়ে নিই,
তোমার - আমার অপ্রকাশিত কাহিনীর সুবাদে..
আমি তোমার চরম প্রেমিক.. চক্ষুলজ্জা একটুও নেই।
যে যা ভাবছে ভাবুক না ! কি এসে যায় ! চলো একটু শান্তি খুঁজি বরং..
জীবনে তোমার প্রিয় কি ? মানে সবচেয়ে প্রিয়.. বলো তো..
ভাগ দিতে পারবে সেটার একটুও ? কারোর কাছে ?
পারবে না তো ! জানি সহজ নয়। যায় না দেওয়া.. ভীষণ বুঝি আমি..
এবার বলো তো.. আমি কি সত্যিই কষ্ট প্রিয় ? নাকি চরম প্রেমিক ?