নাম তার চামচি
নাম তার চামচি


জঙ্গলে বাস করে ,
নাম তার চামচি ;
চোখে তার পাতা নেই ,
কাটে সে খামচি ।
রোদ্দুরে মাজে দাঁত ,
জোছনায় গা ধোয় ,
ঘুম পেলে উল্টিয়ে
মেঘেতে সে শোয় ।
মাথা তার কুমীরের ,
শরীরে ভরা আঁশ ,
ভুঁড়ি দিয়ে ধুঁয়ো ওঠে ,
দুইপায়ে ঢ্যাঙা বাঁশ ।
তারাগুলো খসে পড়ে ,
তুলে তুলে খায় সে ,
কাছে তার গেলে পরে
লোকে বলে "খাইসে" ।