কানুরাম শারদ সংখ্যা
কানুরাম শারদ সংখ্যা


কানুরাম একদা পেয়েছিলো সাজা রে ,
দিয়েছিলো গুরু তার বসে বাগবাজারে ।
গান শেখা রোজেকার সেদিনেও গেলো তাই ,
আচমকা দোকানেতে লস্যিতে মজে ভাই ।
গলা তার গেলো বসে হিমজমা ঠান্ডায় ,
গুরু ঠিকই বুঝলেন কেনো গলা বসে যায় ?
" তুই বেটা উজবুক তোর নাকি গান হবে ?
তোর দ্বারা হবে না বলেছি তো আমি কবে !
আরও বলি আজকে , শোন বলি কানুরাম ,
অভিশাপ তোকে আজ দিলাম রে একখান ।
বুঝবি না এখনই কী সেই শাপ রে ,
বুঝলেই বলবি , " গান থাক , বাপ রে ! ""
ঘরে বসে আজকাল কানু করে বেশ গান ,
বাবা মা বলে " হায় , কেমন সে সুরবান ! "
প্রশংসা পেয়ে যত গেলো যেই গাইতে ;
দর্শক সমাগমে সুযোগটা পাইতে ,
মুখ তার খোলে যেই হেসে সব লুটোপুটি ,
গানেরই সুরেতে করে সব হুটোপুটি ।
কানে তো তার বেশ শুনতেই লাগছে ,
তবে কেন জনতার এত হাসি জাগছে ?
এইবারে মনে পড়ে গুরুজির কথা সেই ,
শাপ ঠিক ফলেছে ঠিক ঠিক সময়েই ।