STORYMIRROR

Bipattaran Misra

Comedy

3  

Bipattaran Misra

Comedy

আমার চিকন ভুঁড়ি

আমার চিকন ভুঁড়ি

1 min
831

ভুঁড়ি আমার মনের মতো 

                 শক্ত এবং নধর,

ডাগর ভুঁড়ির আমার মতো 

              কেউ করে না কদর।


ভোজন রসিক আমি বেজায় 

                মাংস কিংবা মিষ্টি, 

খেয়েই যাই ভাবিনা আদৌ

                  কে দেবে কুদৃষ্টি।


ভাজাভুজি ভালোবাসি

               খাই তা জগৎ ভুলে, 

দেখে আমার গা গুলায়

               সবজি কিংবা ফলে। 


লোকে বলে স্বাস্থ্য কথা 

                  আমি বলি ওরে,

আমার মতো সবল ভুঁড়ি 

               দেখা তো ভাই গ'ড়ে। 


খরচা আমার কম হয়নি 

                সময় গেছে অনেক, 

ভুঁড়ি আমার বিশ্বশ্রী 

              পাবেই জেনো বারেক।


লোকে বলে ভুঁড়ির ভিতর

               রোগ জ্বালা হয় বেশী, 

কিন্তু ভোলার ভুঁড়ি মেসো

                পেরিয়ে গেল আশি।  


মোদ্দা কথা পিঁপড়ে চোষা

                হার কিপটে লোকে,

আমার ভুরিভোজন দে'খে

                 ভিরমি খেয়ে বকে।


নিন্দুকেরা পেটুক ব'লে

                   হাসাহাসি করে, 

আসল কথা চিমসে লোকে

                    ঈর্ষা ক'রে মরে। 


শেষের দিনে পারের সঙ্গী 

                  কেউ হবেনা ভায়া,

আমার সঙ্গে থাকবে আমার 

                 চিকন ভুঁড়ি, আহা! 


Rate this content
Log in

Similar bengali poem from Comedy