সকাল সন্ধ্যা কোলাজ
সকাল সন্ধ্যা কোলাজ


পশ্চিম দিগন্তে বড় লাল টিপ ---
ক্লান্ত শ্রমিক গল্পময় বাড়ি ফেরে
চোখে তার উষ্ণতার আশা ।
উঁচু অশ্বত্থের ঝোপে
পাখিদের জোর জটলা ---
দিনের শেষ সব কথা বলে নেয়।
লতায় পাতায় জাগা
মন কেমন করা অন্ধকার ---
গড়িয়ে গড়িয়ে ছড়ায় দিক দিগন্তে ।
এই মাত্র কোথাও
একটা ফুল ঝরে গেল,
আবার কোথাও ফুটল
একশ সন্ধ্যামনি ।
আমারও একদিন ডুব দিল
কালো অস্তাচলে ।
পুবের আকাশ আবার লাল হবে ---
শিশুটিকে চুমু দিয়ে শ্রমিক কাজে যাবে।
শাবকের খাবারের খোঁজে
পাখী উড়ে যাবে ।
এক ফোঁটা এক ফোঁটা করে
সারা রাত ধরে
হাঁড়ি ভরে যাবে জীবনের রসে ।
আমি ও হাঁটতে যাবো বাঁচার নেশায় ।
সঙ্গীহীন অন্ধ ভিখারী ---
আপনজনে ছেড়ে গেছে তাকে ---
জীবনের রসদের খোঁজে
সে ও রাস্তায় নামে ।
তারপর আর এক ভোর আসে
আর এক গোধূলি চলে গেলে ।
তারপর আর এক
তারপর..... তারপর....
এই নদী বয়ে যায় ---
কোনো দিন শুকায় না জল ।