আমি রাই, ভাগ্যহীনা
আমি রাই, ভাগ্যহীনা


ভরা আকাশ শূন্যে মেলে --
আমায় ফেলে চলে গেলে,
তুমি আমার কালোসোনা
বুকজুড়ানো শ্যাম --
ভুলে গেলে ভাগ্যহীনা
রাই কিশোরীর নাম!
বসন্তে সে রঙের খেলা --
ফুলে ফুলে কুঞ্জ দোলা,
মোহন বাঁশী মর্ম জুড়ে
আপন করে নিলাম --
ভুলে গেলে বিনোদিনী
রাই বঁধুয়ার নাম!
তোমায় নিয়ে স্বপ্ন আঁকি --
রাত্রি জেগে চাঁদনী দেখি,
তোমার জন্য কলঙ্ক --
সে অলঙ্কার প্রিয়,
ভাগ্যবতী বউকে তোমার --
অনেক আদর দিয়ো!
আমি কি আর কৃষ্ণ প্রেমের
তেমন মূল্য দিতাম --
রাধা আমি, নামটি তোমার
রক্তে মেখে নিতাম!
কানু কানু কানু বলে --
বৃন্দাবন অশ্রু ফেলে,
তুমি এতো নিঠুর বঁধু --
এলে না আর ফিরে,
সব কিছুতে তোমায় দেখি --
রিক্ত তোমায় ছেড়ে!
কোথায় তুমি রাজা হলে
কোথায় সখার ধাম ---
জানতে চাই না, শুধু জানি
আমার ঘনশ্যাম!