বাণী বন্দনা
বাণী বন্দনা


হলুদ গাঁদার মেলা
পরনে বাসন্তী রঙ
কৃষ্ণচূড়া অশোক পলাশের ডাল লাল ।
শীত বলে যাই যাই
দক্ষিণ বাতাস এলো বলে ---
বসন্ত এসেছে ওই
শ্রী পঙ্চমী আজ ।
হে বাকদেবী ---
ছন্দের গঙ্গোত্রী
কাব্যের মানস সরোবর ---
বাজাও আমার বীণা
বিকশিত করো বাণী ।
পৃথিবীর যত রঙ
আকাশের যত আলো দিয়ে ---
দোলাও হৃদয় পদ্মদল ।
যে কৃপা দৃষ্টিতে ---
দস্যু হলেন প্রিয় বাল্মীকি
অবোধ কালিদাস মহাকবি
অন্ধ হোমার দিলেন ইলিয়াড ওডিসি
সেই সুনজর একটু ফিরাও দেবী ---
আমি দীন অনুরাগী
সাজিয়ে দিয়েছি তোমার বেদী
আমের মুকুল পলাশ দিয়ে।
এসো দেবী , বসো একবার
মনের মধ্যে সাজিয়েছি মণ্ডপ ।
সৃষ্টি দেবতার মানস কন্যা
সৃষ্টির আদি প্রিয়া ---
পূজা নাও , প্রসন্ন হও
দাও সৃষ্টির প্রেরণা ।।