STORYMIRROR

Bipattaran Misra

Classics Inspirational

4  

Bipattaran Misra

Classics Inspirational

হোক কষ্ট, তবু বাঁচো

হোক কষ্ট, তবু বাঁচো

1 min
723

দু'হাত ছড়িয়ে বক্ষ মেলে 

আকাশকে দেখো!

কষ্ট বন্ধু, তোমার, আমার, আমাদের সকলের --- 

বলো, ভালোবাসি তবু! 


জলে-ঝরে ভাঙা বাসা, ভাঙা ডিম, 

রিক্ত ময়নার ভিজে চোখে কষ্ট! 

কাঁদরের ধারে ---

গর্ত আর ছানা ডোবা --- 

ক্লিষ্ট শেয়ালের কাদাজলে কষ্ট! 

সন্তানের শেষ কাজে -- জননীর হাহাকারে --

কষ্টের লাভাস্রোত দেখেছি আমি! 

বিষন্ন বিকাল যখন 

জীবনের আরো একটু আয়ু গিলে খায় ---

বুকে তখন অস্ফুট কষ্ট! 


তবু এসো একসাথে হাঁটি,

সুখ দুখের কথা বলি, 

কাজের কথা, কাজ ফুরোলে কথা, 

সফলতা অথবা ব্যর্থতার কথা বলি।

অলস সময়ে খোস গল্প করি, 

আর ঘাম ঝরা খাটি, 

যাতে ভালো ঘুম হয় রাতে। 


এসো মানুষের মনের নাগালে থাকি,

মন থেকে হাসি, 

অনেক কষ্ট তবু ---

ভালোবাসাবাসি করি! 


আদিম বন্য মানুষেরা যেমন ছিলো --- 

তেমন জোট বেঁধে বেঁধে এসো ---

আধুনিক হিংস্র শ্বাপদ থেকে বাঁচি!


প্রতিবাদী কণ্ঠকে --- শ্বাসরোধ করে নয় ---

আরো অক্সিজেন দিয়ে --- ঝড় তুলি এসো! 

হোক কষ্ট তবু বাঁচো ---

মরার আগে বার বার মরে নয় ---- 

বাঁচার আনন্দে এক আস্ত জীবন বাঁচো ! 


Rate this content
Log in

Similar bengali poem from Classics