Bipattaran Misra

Inspirational

5.0  

Bipattaran Misra

Inspirational

সংকল্প

সংকল্প

1 min
688


নতুন বছর ২০২০,

এসো অফুরন্ত হাসি, আনন্দ নিয়ে --- 

হিংসা, লোভ, ব্যথা ঘুচিয়ে দিয়ে! 

আগামী বছর আরও ভালোবাসা দেবো

মানুষ ও প্রকৃতিকে, 

আরও আপন করে চাই 

আমার পৃথিবীকে! 

ধুলো পড়েছে যে সম্পর্কগুলোয় 

সহস্তে ঝাড় মোছ করে নেবো, 

একটা বছর যেন চিরজীবি হোক --

তেমনই কাটাবো। 

আর চাই সুকঠিন সাধনা --

আমার আত্মার সুর কবিতার, 

নতুন বছরের সংকল্প 

কবিতা গ্রন্থ প্রকাশ করার! 

পেশার জায়গা হোক --

বকেয়া কাজ সেরে নিতে তৎপর,

দিনের কাজ দিনেই মিটাতে সয়ম্ভর! 

পরিবারে আরও যত্ন, 

আরও একটু প্রীতি সিঙ্চন, 

নিজ জীবনশৈলী, খাদ্যাভ্যাস পরিমার্জন! 


Rate this content
Log in