STORYMIRROR

Bipattaran Misra

Inspirational

3  

Bipattaran Misra

Inspirational

সংকল্প

সংকল্প

1 min
660

নতুন বছর ২০২০,

এসো অফুরন্ত হাসি, আনন্দ নিয়ে --- 

হিংসা, লোভ, ব্যথা ঘুচিয়ে দিয়ে! 

আগামী বছর আরও ভালোবাসা দেবো

মানুষ ও প্রকৃতিকে, 

আরও আপন করে চাই 

আমার পৃথিবীকে! 

ধুলো পড়েছে যে সম্পর্কগুলোয় 

সহস্তে ঝাড় মোছ করে নেবো, 

একটা বছর যেন চিরজীবি হোক --

তেমনই কাটাবো। 

আর চাই সুকঠিন সাধনা --

আমার আত্মার সুর কবিতার, 

নতুন বছরের সংকল্প 

কবিতা গ্রন্থ প্রকাশ করার! 

পেশার জায়গা হোক --

বকেয়া কাজ সেরে নিতে তৎপর,

দিনের কাজ দিনেই মিটাতে সয়ম্ভর! 

পরিবারে আরও যত্ন, 

আরও একটু প্রীতি সিঙ্চন, 

নিজ জীবনশৈলী, খাদ্যাভ্যাস পরিমার্জন! 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational