মৃতেরা দাঁড়ায় না
মৃতেরা দাঁড়ায় না


তোমায় শুয়ে থাকতে দেখলে
মৃত্যুকে মনে পড়ে।
মৃতেরা দাঁড়ায় না,
মৃতেরা বসে না,
শুধু শুয়ে থাকে।
সবাই মৃত্যুর আগে আগে
অথবা মৃত্যুর সাথে সাথে শুয়ে যায়।
তাই তোমায় শুয়ে থাকতে দেখলে
মৃত্যুকে মনে পড়ে।
ওঠো তুমি,
উঠে বসো,
সোজা হয়ে দাঁড়াও।