ভোটের হাওয়া
ভোটের হাওয়া
আজকে আমি এই দলেতে, জানিনা কাল কোন দলে,
যেথায় গেলে টিকিট পাব, সেথায় আমার মন চলে।
জনগণের করব সেবা, এই করেছি পণ,
সেই সঙ্গে সুযোগ বুঝে কামিয়ে নেব ধন।
ন্যায় নীতি আদর্শ এসব মশায় এখন অতীত,
আখের গুছানোই মূল কথা, এমনই হচ্ছে প্রতীত।
দেশের সেবাই ধ্যান-জ্ঞান, কবেই গেছি ভুলে,
যেই দিকেতে বইছে হাওয়া, দিয়েছি পাল তুলে।
গরিবি সব ঘুচিয়ে দেব, যুব’রা পাবে রোজগার,
দুবেলা সবাই অন্ন পাবে, থাকবে নাকো হাহাকার।
সত্যি বলছি, ভেবনা এসব নির্বাচনী প্রতিশ্রুতি,
আমার মত কাজের লোক পাবে না আর দুটি।
ঘুষখোরদের পুরব জেলে, দুর্নীতি করব উৎপাটন,
টিপে দিও ইভিএমে আমার চিহ্নের পাশের বাটন।
দ্বারে দ্বারে মরছি ঘুরে, ভোটটা আমার চাই,
সুখে আমি সঙ্গে আছি, দুঃখে আমি নাই।
চরিত্র মোর কাচ্চি ঘানি, একশ পারসেন্ট খাঁটি,
বিরোধীদের তো কাজ নেই, করে যাচ্ছে কাঠি।
এবার যদি জিততে পারি, কৃষিঋণ করব মকুব,
গণতন্ত্রের উৎসবে পাবলিক হরদম বনছে বেকুব।